মোঃ সুমন, বিশেষ প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে শ্রী শ্রী লোকনাথ বাবাব মন্দিরে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রভাষক রঞ্চিত কুমার রায় প্রচেষ্টায় টাইসের কাজ দ্রুত চলছে। শুক্রবার মন্দিরের চলমান কাজ পরিদর্শন করেন তিনি। জানাযায় বাঙ্গালহালিয়া চৌধুরী পাড়ায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ বাবাব মন্দিরটি ২০০১ সালে স্থাপিত হয়। দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ ছিলো। বর্তমান সরকারের আমলে রাঙ্গামাটি পার্বত্য জেলা মন্দির টি নির্মাণ করে দেন। এলাকার সনাতন সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় মন্দিরের ভিতরের মন্দিরে, বারান্দার টাইসের কাজ সম্পন্ন হয়।তবে টাকার সল্পতার কারনে দীর্ঘদিন ধরে সিঁড়ির কাজটি অসম্পূর্ণ থেকে যায়। গত কয়েক দিন আগে মন্দিরে একটি ধমীর্য় অনুষ্ঠানে এসে মন্দিরের সিঁড়ির টাইস বিছানোর কাজটি সম্পন্ন করার উদ্যোগ হাতে নিয়েছেন প্রভাষক রঞ্চিত কুমার রায়। প্রথমে সামনের সিঁড়ি টাইচ করার জন্য নগদে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। পরে আরো ১৮ হাজার টাকা দিয়ে সহায়তা করেছেন। বর্তমানে মন্দিরটির দূই দিকের বারান্দা ও সামনের সিঁড়ির কাজ প্রায় শেষের পথে। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন শ্রীমৎ রুদ্রানন্দ মহারাজ,স্বপন কুমার দাশ, মন্দির পরিচালনা কমিটির সভাপতি হারাধন দাস, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, সুজিত কর টিপু,হারাধন কর্মকার,মিন্টু কান্তি নাথ, সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী,জীকু বসাক,দীপক শীলসহ মন্দির পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি হারাধন দাস বলেন বিশিষ্ট দানবীর প্রভাষক রঞ্চিত কুমার রায়।তিনি সব সময় অধিকাংশ মঠ মন্দির উন্নয়নের জন্য সহযোগিতা প্রদান করে আসছেন। তারে ধারাবাহিকতায় দীর্ঘ দিন ধরে পড়ে থাকা শ্রী শ্রী লোকনাথ বাবাব মন্দিরের সামনের টাইসের কাজটি সম্পন্ন করার উদ্যোগ হাতে নিয়েছেন তার জন্য মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]