এস,এম শাহাদৎ হোসাইন গাইবান্ধা জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ কৃষি ও কৃষক বাঁচাতে জাতীয় বাজেটে উন্নয়ন খাতের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন। ১৪ জুন সোমবার গাইবান্ধা জেলা শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানান সংগঠনের গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মীরা। সোমবার ১২টার দিকে গাইবান্ধা জেলা শহরে একটি দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ১নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক ও বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, কৃষক নেতা মাহবুবুর রহমান খোকা,অতুল চন্দ্র বর্মণ প্রমুখ। বক্তাগণ, জাতীয় বাজেটে উন্নয়ন খাতের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ করে কৃষি ও কৃষক বাচাঁনোর দাবী জানান। একই সাথে ধান ভুট্টাসহ সকল কৃষি ফসল লাভজনক মুল্যে সরকারি উদ্যোগে হাটে খোলাবাজারে ক্রয়, প্রতি জেলায় কৃষিভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করে বেকার সমস্যার সমাধান, রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল ও চিনিকল চালু, নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান, জেলা এবং উপজেলায় করোনা টেষ্ট ল্যাব স্থাপন, সবার জন্য বিনামূল্যে করোনা ভ্যাক্সিন নিশ্চিত, হাটে বাজারে ইজারাদারি জুলুম নির্যাতন হয়রানি বন্ধ, বিদ্যুতের ভূতুরে বিল ও হয়রানি বন্ধ, কৃষকের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহারের দাবি জানান। বিএডিসিকে সচল করে কৃষি ও কৃষক বাঁচানো, সকল গরীব মানুষদের আর্মি রেটে রেশনসহ ক্ষেতমজুরদের সারা বছরের কাজেরও দাবি জানানো হয়। সমাবেশ শেষে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিকুর রহমানের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর ১৫ দফা দাবী বাস্তবায়নের জন্য একটি স্মারকলিপি পেশ করেন নেতৃবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]