রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
বাণিজ্যমন্ত্রী সেজে চাকরি দেওয়ার প্রলোভন : রংপুরে গ্রেফতার-১
মোঃ সাকিব চৌধুরী, রংপুর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাণিজ্যমন্ত্রী সেজে চাকরি দেয়ার প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় রংপুরে নওশাদ আলী নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৩। গ্রেফতারকৃত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছবি ও নাম ব্যাবহার করে ফেসবুক আইডি ব্যবহার করে এই প্রতারণা করতো বলে র্যাব জানায়।সোমবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর স্টেশন এলাকায় র্যাব-১৩ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম।তিনি জানায়, গ্রেফতারকৃত নওশাদ আলী রংপুরের জমসেদ আলীর ছেলে। গত রোববার রাতে নগরীর মডার্ণ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছবি ও নাম ব্যাবহার করে ফেসবুক আইডি চালাতো। এবং নিয়মিত বাণিজ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির ছবি পোস্ট দিতো যাতে মানুষ সত্যি বলে বিশ্বাস করে।র্যাব জানায়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেক আইডি খুলে মছবি ও কর্মসূচির বিভিন্ন ছবি ঐ এ্যাকাউন্টে পোস্ট করে প্রচারণা চালাচ্ছিল নওশাদ। অসহায় বেকারদেরকে বানিজ্য মন্ত্রীর বেশ ধরে চাকরি দেয়ার নাম করে প্রলোভনের মাধ্যমে আকৃষ্ট করতো। ম্যাসেঞ্জারে চ্যাটিং এর মাধ্যমে চাকরির বিষয় নিয়ে আলোচনা করতো। দীর্ঘদিন যাবৎ রংপুর জেলার মহানগরসহ আশপাশের এলাকার অসহায় বেকারদেরকে টার্গেট করে চাকরি দেবার নাম করে টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। এ অবস্থায় অভিযান চালিয়ে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলন র্যাব-১৩ এর উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.