হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচংয়ে অঙ্গীকারনামায় স্বাক্ষর রেখে প্রবেশপত্র বিতরণ করেছেন সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমদ ভূইয়া। সুফিয়া মতিন মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সংবাদ প্রকাশ হওয়ার পর অধ্যক্ষ এই নিয়ম চালু করেছেন বলে পরীক্ষার্থীরা জানিয়েছেন । অঙ্গীকারনামায় লেখা রয়েছে আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে,কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র বাবদ কোন টাকা দাবি করে নাই। উল্লেখ্য যে, অতিরিক্ত ক্লাস বাবদ ১ হাজার টাকা কলেজ নির্ধারণ করে।অসচ্ছলতার কারণে ও আমি টাকা পরিশোধ করিতে চাই নাই। বিধায় কলেজ কর্তৃপক্ষ আমাকে স্বেচ্ছায় কোন অর্থ ব্যাতিত প্রবেশপত্র প্রদান করেন।
২ নভেম্বর বুধবার প্রবেশপত্র আটক রেখে অতিরিক্ত ১ হাজার টাকা আদায় করার অভিযোগ জানান কলেজটির পরীক্ষার্থীরা।ইতিমধ্যে অধ্যক্ষ ২শত ৫০ জন পরীক্ষার্থীদের নিকট থেকে ১ হাজার টাকা করে আদায় করে প্রবেশ পত্র দিয়েছেন। বাকি শিক্ষার্থীরা
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ'র কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিকভাবে পরীক্ষার্থীরা অভিযোগ করেন অধ্যক্ষের বিরুদ্ধে ।
উপজেলা নির্বাহী অফিসার ও সুফিয়া মতিন মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদ্মাসন সিংহ অভিযোগ পেয়ে তাতক্ষনিকভাবে প্রবেশপত্র প্রদানের নির্দেশ দেন।
কিন্তু অধ্যক্ষ প্রবেশপত্র না দিয়ে ৩ নভেম্বর অঙ্গীকারনামায় স্বাক্ষর রেখে প্রবেশপত্র বিতরণ করেছেন।
আগামী ৬ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য যে, বানিয়াচং উপজেলার শুধুমাত্র নারীদের উচ্চ শিক্ষার জন্য এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে কলেজটি প্রতিবছরই ভালো ফলাফল করে আসছিলো।
এছাড়া ও কলেজটির পূর্বের ভারপ্রাপ্ত অধ্যক্ষরা সুনামের সহিত প্রতিষ্ঠান পরিচালনা করেছেন।
বর্তমান অধ্যক্ষ সুলতান আহমদ ভূইয়া ইতিমধ্যে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সকল সদস্যদের পাশ কাটিয়ে নিজে নিজে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন।
তার এ-ধরনের প্রবণতায় স্বনামধন্য নারী শিক্ষার এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]