রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
বানিয়াচংয়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্টিত
এস এম খলিলুর রহমান রাজু হবিগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ হবিগঞ্জ বানিয়াচংয়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বিকালে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের পাশ্ববর্তী কুশিয়ারা নদীতে নৌকাবাইচে ৪টি নৌকা অংশনেয়। এরমধ্যে হবিগঞ্জের পৈলগ্রামের নৌকাকে প্রথম স্থান অধিকার পুরস্কার হিসেবে করায় ১টি গরু, বানিয়াচং উপজেলার বাগাহাতা গ্রামের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করায় ১টি ছাগল ও দৌলতপুর গ্রামের নৌকা তৃতীয় স্থান অধিকার করায় ১টি মোবাইল ফোন প্রদান করা হয়। বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী প্রধান অতিথিহিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সাবেক মেম্বার মঈন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জল, কাগাপাশা ইউপি ছাত্রলীগ নেতা এম এ কাশেম, সাংবাদিক শেখ সজীব হাসান প্রমুখ। নৌকা বাইচে বিভিন্ন এলাকা থেকে অন্তত কয়েক হাজার দর্শক অংশ নেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.