রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
বানিয়াচংয়ে ফুটবল খেলায় বসাকে কেন্দ্র করে সংঘর্ষ!!
শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩.টায় উপজেলা সদরের পুরান তোপখানা এবং বাগ মহল্লার লোকজনের মধ্যে ওই সংঘর্ষর ঘটনাটি ঘটেছে ।
উভয় পক্ষের মধ্যকার ধাওয়া পাল্টা ধাওয়ায় স্থানীয় বড় বাজার ইটপাটকেলের ছোড়াছুড়িতে রণক্ষেত্রে পরিনত হয়।অবশেষে পুলিশের হস্তক্ষেপে বিকাল সাড়ে ৪.টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান,উপজেলা সদরের কাষ্টগড় এলাকার খেলার মাঠে প্রীতি ফুটবল খেলা চলছিল। চেয়ারে বসাকে কেন্দ্র করে উভয় দলের সমর্থকদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।তর্কবিতর্কের জেরে বাগ মহল্লার জৈনক যুবক তার সমর্থকদের নিয়ে পুরান তোপখানা গ্রামের খেলোয়াড়দের উপর হামলা চালিয়ে খেলা বন্ধ করে দেয়। এক পর্যায়ে বিষয়টি উভয় এলাকার লোকজনের মধ্যে জানাজানি হলে, স্থানীয় বড় বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই এলাকার লোকজন।প্রায় ঘন্টাব্যাপী চলে ইটপাটকেল ছোড়াছুড়ি।এসময় দোকানপাঠ বন্ধ করে দেন বাজার ব্যবসায়ীরা।মূহুর্তে স্থানীয় বড় বাজারের শাহজালাল মার্কেট রোড রণক্ষেত্রে পরিনত হয়।ইট পাটকেল ছোড়াছুড়িতে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হন।বানিয়াচং থানা পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পুলিশী ঝামেলা এড়াতে আহত অনেকেই গোপনে চিকিৎসা গ্রহণ করেছেন। বাজার ব্যবসায়ীরা জানান,উভয়পক্ষের সংঘর্ষের ঘটনায় অনেক দোকানপাট ইট পাটকেলের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব সংঘর্ষের সত্যতা স্বীকার করে বলেন,সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রায় ৬/৭ জন পুলিশ গুরুতর আহত হয়েছে।পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.