এস এম খলিলুর রহমান রাজু,হবিগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বোরো ধানের সমকালীন চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ০২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তমিজ উদ্দিন খানের সভাপতিত্বে ও বানিয়াচং উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাশের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সহকারি কমিশনার ভূমি ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, যুগ্ম-সম্পাদক ইয়াসিন আরাফাত মিল্টনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, কৃষক বাচলেই দেশ বাচবে। আর বর্তমান কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের কথা মাথায় রেখে সার বীজসহ কৃষিকাজে ব্যবহারের সকল প্রকার যন্ত্রপাতিতে ভর্তুকি দেওয়ায় সারাদেশের কৃষকরা লাভবান হচ্ছেন। তিনি কৃষকদের উপকারে আসবে এমন সকল কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন।