মোতাব্বির হোসেন, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্যাটারী চালিত ইজিবাইক দিন দিন বেড়েই চলেছে। তাদের মধ্যে নেই কোন নিয়ম শৃঙ্খলা। যত্রতত্র মিশুক নামের ইজিবাইক পার্কিং করা। ড্রাইভিং আইন না জানা, অপ্রাপ্রাপ্ত বয়স্ক চালক, প্রশাসন কর্তৃক ভাড়া নির্ধারণ না করায় তাদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। যানযট লেগেই আছে। কার আগে কে যাবে তাদের মাঝে চলে প্রতিযোগীতা। বড় বাজার পোস্ট অফিসে র সামনে সড়কের দূপাশে সারি বেধে রাখা হয় মিশুক। তা ও আবার আড়াআড়ি ভাবে। মালবাহী ও অন্যান গাড়ী আসলে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটক থাকে। তখন সধারন মানুষ হেটে ও চলতে পারে না। কম বয়সী চালকরা নিজেদেরকে রাস্তার রাজা ভাবে। তারা শিক্ষিত ও ভদ্রলোককে কটুকথা বলতে দ্বিধা করে না। সামনে মালবাহী ট্রাক দেখলে ও সামনে এগিয়ে গিয়ে যানযটের সৃষ্টি করে। উপজেলা সদরের চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি। ইজিবাইক চালকরা যত্রতত্র মহিলা ও স্কুল কলেজ গামী শিক্ষার্থীদের ইজিবাইকে তুলার জন্য ডাক দেয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, এসব ইজিবাইক যে কথাবার্তা বলে তা বিরক্তিকর। এজ জন মহিলা প্রধান শিক্ষক বলেন,সোনালী ব্যাংক হতে বার হয়েছি। ব্যাংকে কাজ বাকি, কিন্তু ইজিবাইক চালকরা একের পর একটি এসেই বলেন''উঠেন " কোথায় যাব তা জিজ্ঞেস করে না। ইজিবাইকের চালকদের দৌরাত্ম্যে বিব্রতকর পরিস্থিতিতে আছি। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ইজিবাইক সম্পর্কে কোন সিদ্ধান্তই কায্যকর করা হয় নি। যা কাগুজে বন্দী। এ ছাড়া উপজেলা প্রশাসন এ পর্যন্ত ভাড়া নির্ধারণ করেননি। বানিয়াচং প্রসক্লাবের সভাপতি মোশাহিদ আলী ও উপজেলা নাগরিক কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নমীর আলী, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন ক্ষোভ প্রকাশ করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]