রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
বান্দরবান শহরে ৬২টি (সিসি) ক্যামেরা স্থাপন
মংহাইনু মারমা বানদরবান জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ পার্বত্য জেলা বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা ও শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা আওতায় নিয়ে আসা হয়েছে।
ইতিমধ্যে বান্দরবান শহরের বিভিন্ন পয়েন্টে ও পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়কে ক্যামেরা স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। প্রাথমিক পর্যায়ে বান্দরবান শহরকে নিয়ন্ত্রণ রাখতে স্থাপিত হচ্ছে ৬২ টি (সিসি) ক্যামেরা। জানা যায়, বান্দরবান শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার ব্যবসায়ী সমিতির দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল, তাদের দাবির প্রেক্ষিতে প্রথমে শুধুমাত্র বান্দরবান বাজারকে (সিসি) ক্যামেরা আওতায় আনার কথা থাকলেও পরে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে পৌর এলাকাকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা আওতায় আনা হয়েছে।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটির বাস্তবায়ন করছে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রগ্রেসিভ আইটি সলিউশন। ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্যামেরা বসানো স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ইঞ্জিনিয়ার শুভাশীষ দাশ বলেন। পৌর এলাকায় বিভিন্ন পয়েন্টে পিলারের (সিসি) ক্যামেরা স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি কয়েক দিনের মধ্যে (সিসি) ক্যামেরা সিস্টেম চালু হবে। (সিসি) ক্যামেরায় স্থাপিত হলে বান্দরবান শহরে পর্যটকদের যেকোনো ধরনের হয়রানি বন্ধ ও বাজারের চুরি,ডাকাতি,ছিনতাই, ইভটিজিং এর মত ঘটনা অনেকটা কমে আসবে। বান্দরবানের বেড়াতে আসা পর্যটকদের নিরাপদে সব জায়গা ঘুরে বেড়াতে পারবে। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান পৌর এলাকায় (সিসি) ক্যামেরা আওতায় নিয়ে আসার কার্যক্রম চলছে। প্রাথমিক পর্যায়ে (সিসি) ক্যামেরা ৬২ টি স্থাপনের কাজ চলছে। চলতি মাসের মধ্যে অানুষ্ঠানিক ভাবে উদ্বোধন শেষে (সিসি) ক্যামেরা গুলো কার্যক্রম শুরু করা হবে
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.