স্কুলজীবনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বলিউড তারকা বরুণ ধাওয়ানের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। বলিউডের বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে নাতাশা-বরুণকে একসঙ্গে দেখা যায় প্রায়ই। আবার কখনও বিদেশে একসঙ্গে বেড়াতে যান তারা। যদিও এ জুটি তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
তবে বরুণ-নাতাশার সম্পর্ক নিয়ে বড়সড় তথ্য ফাঁস করে দিলেন আরেক তারকা কারিনা কাপুর খান। সম্প্রতি, কারিনার রেডিও শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ হাজির হয়েছিলেন বরুণ। জি নিউজের খবর।
সেখানেই নাতাশাকে বরুণের বাগ্দত্তা বলে উল্লেখ করেন কারিনা। আর তাতেই স্পষ্ট হয়ে যায় নাতাশার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন বরুণ।
নাতাশাকে বিয়ের প্রসঙ্গ ওঠতেই বরুণ বলেন, ‘দেখো, এতগুলো বছর একসঙ্গে থাকার পর বিয়েটা খুবই স্বাভাবিক বিষয়। আমার ভাই-ভাবিকে দেখে আমার বিয়ের কথা মনে হয়েছে। আমি যখন আমার ভাইঝি নাইরাকে দেখি, তখন আমার মনে হয়েছিল, বিয়েটা ভালো।’
নাতাশার সঙ্গে লিভ-ইন সম্পর্কে যাওয়ার ইচ্ছা প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা। বরুণ বলেন, ‘একটা সময়ের পর গিয়ে সবাই একসঙ্গে থাকতে চায়। আমাদের দুজনের বিয়ে ছাড়াও লিভ-ইন সম্পর্কে থাকতে আপত্তি নেই। নাতাশার বাড়ির লোকেরও এতে সমস্যা নেই। তবে আমার বাবা-মা এটা কখনও হতে দেবে না।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]