শ্রীপুর উপজেলা বিশেষ প্রতিনিধি মিনহাজ উদ্দিন : কাওরাইদ ইউনিয়ন বাপতা গ্রামের আব্দুস সাহিদ আকন্দ সড়কে, এখানে ১ কিলিমিটার রাস্তা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে । এলাকার স্থানীয়রা জানিয়েছেন, এখানে কয়েক হাজার বিগা আমন ধানের জমি রাস্তার জন্য চাসাবাদে উপযোগী না । মৎস্য প্রকল্পে ব্যাঘাত ঘটছে এতে কৃষকরা কাজ করতে পারছে না আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী ।এলাকার স্থানীয়রা আরো জানিয়েছেন, বৃষ্টি হলে রাস্তায় গাড়ি চলাচল করতে পারে না । ১৫ বছর জাবত এখানে রাস্তার কাজ হচ্ছে না, আরো বলেন এ রাস্তা জন্য কোন অসুস্থ মানুষকে হসপিটালে নেওয়া যায় না। হাজার হাজার ভিগা শাইল ধানের জমি রয়েছে, তাতে কৃষি উন্নয়নমূলক কাজ করতে বাধা রাস্তার জন্য, এখানে কোন গাড়ি চলাচল নাই, রাস্তার জন্য চলতে পারে না,ছাত্র ছাত্রীরা ইস্কুল মাদ্রাসায় যেতে পারে না । স্থানীয় জনগণ জানিয়েছে এলাকার মেম্বার ও চেয়ারম্যান কে বিভিন্ন সময় জানানো হয়েছে, তারা এ বিষয়ে কোনো গুরুত্ব দেন নাই, এলাকার স্থানীয় জনগণ মেম্বার ও চেয়ারম্যানের প্রতি খুব প্রকাশ করেন, এবং আশ্বাস দিয়ে রাস্তাটি করে দেন নাই।এলাকাবাসীরা শ্রীপুর উপজেলা নির্বাহীক কর্মকর্তা কাছে রাস্তাটির সংস্কারের দাবি জানিয়েছেন ।