রিপোর্টার
স্পোর্টস ডেস্ক : মেয়েদের ফুটবল লিগে ফিরতি লিগে খেলার কথা ছিল স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্নার। বসুন্ধরা কিংসের হয়ে মাঠ মাতানোর স্বপ্ন থাকলেও আপাতত সেই স্বপ্ন গুড়েবালি! করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের এই ফুটবলার। স্বপ্না একাই নন, আরও তিন ফুটবলারও করোনা পজিটিভ হয়ে এখন আইসোলোশনে।
এরা হলেন-রেহানা আক্তার, শামসুন্নাহার ও আনাই মোগিনি। এদের সঙ্গে দুই স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন। চার ফুটবলারসহ অন্য সবাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পেই ছিলেন। এখন সেখানেই তাদের চিকিৎসা চলছে।
এই প্রথম মহিলা ফুটবলারদের করোনায় আক্রান্তের খবর জানা গেলো। বাফুফে থেকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বপ্না করোনার কারণে বসুন্ধরার ক্যাম্পে যেতে পারেননি। আর বাকি তিনজন চলমান লিগে নাসরিন একাডেমির হয়ে খেলছেন। তবে লিগে খেললেও ফুটবলারের একটি অংশ থাকছেন বাফুফে ভবনেই। খেলার সময় শুধু তারা নিজ নিজ দলের হয়ে খেলে থাকেন।
বাফুফে নিয়মিত তাদের কোভিড পরীক্ষা করে আসছে। সেখানে থেকেই কয়েক দিন আগে পজিটিভ ফলের খবর জানা গেছে। তবে গতকাল মঙ্গলবার আবারও করোনা পরীক্ষা হয়েছে। সেই ফল আসেনি এখনও।
এই বিভাগের আরো সংবাদ
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]