বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত ও শেষে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।শনিবার (১০ অক্টোবর) সকাল ৯ টায় চট্টগ্রাম আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে প্রয়াত এই নেতার কবর জিয়ারত করেন প্রসাশক খোরশেদ আলম সুজন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি ও ১নং বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোলায়মান, আনোয়ার হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ।