মিজানুর রহমান মিলন, শাজাহানপুর বগুড়া প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বগুড়ার শাজাহানপুরে কলেজ পড়ুয়া ফয়সাল হাসান লিটন (২৫) নামের এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। নিহত লিটন উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা নিশানচড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তার বাবা একজন কৃষক।গত ২৭ জুলাই মঙ্গলবার রাত ১০টায় দুটি গ্যাস ট্যাবলেট নিয়ে একটি খেয়ে রক্ত বমি শুরু করে। পরে তার স্বজনেরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টায় তার মৃত্যু হয়। নিহত লিটন সরকারি শাহ সুলতান কলেজে স্নাতকে অধ্যায়নরত ছিল।স্থানীয়রা জানান, লিটন খুব জেদি ছিল। এর আগেও সে গত দুমাস পূর্বে আত্মহত্যার জন্য বিষ পান করেছিল। সে যাত্রায় লিটন সুচিকিৎসায় প্রাণে বেঁচে যায়। তার আগে আরও এক বার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বেঁচে যায়। কিন্তু এবার প্রাণঘাতী গ্যাস ট্যাবলেট খাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার বাবা মা তাকে শাসন করার জন্য কিছু বললে অল্পতেই রেগে যেত। তাই সে বাবা-মা’র ওপর অভিমান করেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।নিহতের ছোট ভাই রাসেল বলেন, বাড়িতে তেমন কোন বিষয়ে ঝগড়া বিবাদ হয়নি। হঠাৎ করে কাল রাতে সে এ ঘটনা ঘটায়। প্রতিবেশীর কারো সাথে কোন ঝগড়া বিবাদও ছিল না। কিন্তু কেন সে আত্মহত্যার পথ বেছে নিল সেটা বুঝতে পারছিনা।এবিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি )আব্দুল্লাহ আল মামুন বলেন, লিটন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছে। এজন্য সদর থানার দায়িত্বে লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে এঘটনায় থানায় কোন মামলা হয়নি।
২ views