ফজলুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এর বালিয়াডাঙ্গীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর ধারাবাহিক পরিচালনায় শুরু হয়েছে গ্রাহকদের তথ্য হালনাগাদ ও গ্রাহক সমাবেশ। এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী বাজারের মেসার্স রিফাহ্ ট্রেডার্সে এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের তথ্য হালনাগাদ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয় |
আজ ১২ অক্টোবর ( বৃহস্পতিবার ) দুপুরে মেসার্স রিফাহ্ ট্রেডার্স ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের আয়োজনে নৃগোষ্ঠী, গরীব অসহায়, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ সহ সাধারণ মানুষের দোরগোড়ায় অতি সহজে ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ, তথ্য হালনাগাদ ও সকল প্রকার হয়রানি প্রতিরোধে এ গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধিমুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দুপুর ১২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় ৪ শতাধিক গ্রাহকের অংশগ্রহনে এই জবাবদিহিতা মুলক অনুষ্ঠানটি বিরতিহীন ভাবে চলে।
সেবা নিতে আসা ফইজুল ইসলাম বলেন, বালিয়াডাঙ্গী বাজারের মেসার্স রিফাহ ট্রেডার্স এ আমি ২০২২ সালে একটি ডিপিএস অ্যাকাউন্ট খুলে থাকি এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা জমা করে থাকি এতে আমি কোন সমস্যার সম্মুখীন হয় নাই। আমি টাকা জমা দিতে আসলে কোন হয়রানি বা ঝামেলা ছাড়াই জমা রশিদ নিয়ে চলে যাই। সেবা নিতে আসা এমন অনেক অ্যাকাউন্ট হোল্ডার বলেন আমরা কখনো কোন হয়রানি বা সমস্যার মুখোমুখি হয় নাই।
মেসার্স রিফাহ্ ট্রেডার্স এর স্বত্বাধিকারী গোলাম রাব্বানী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এজেন্ট ব্যাংকিং শাখার এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান, প্রভাষক মোঃ দবিরুল ইসলাম, ঠিকাদার ফয়জুল ইসলাম, ব্যবসায়ী ফইজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য ও ব্যবসায়ী নুরুদ্দিন সহ বিভিন্ন এলাকা থেকে আশা একাউন্ট হোল্ডারগন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]