ফজলুর রহমান,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ভানোর ইউনিয়নের আরাজি দূর্লোভপুর গরপাড়া গ্রামে পুকুরে ঘাস ধুতে গিয়ে দুই স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আরও এক স্কুল ছাত্রী অসুস্থ্য অবস্থায় বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
শনিবার দুপুরে ঘাস তুলে ওই গ্রামের সইন্দরের পুকুরে ৫ স্কুল ছাত্রী ঘাস ধুতে গেলে দুই ছাত্রী পানিতে ডুবে যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যুবরণ করেন। তারা হলেন, ভানোর ইউনিয়নের আরাজি দূর্লোভপুর গরপাড়া গ্রামের মহেন চন্দ্রের মেয়ে ও নেকমরদ কুসুমউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মল্লিকা রানী (১২) ও একই গ্রামের মালা রামের মেয়ে গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী ময়না রানী (১০)। এদের সাথে থাকা আরেক পঞ্চম শ্রেণীর ছাত্রী বিঘানু চন্দ্রের মেয়ে প্রিথী (১১) পুকুরে ডুবে যাওয়ার সময় স্থানীয় লোকজন অসুস্থ্য অবস্থায় পুকুর হতে উদ্ধার করে। পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন