1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

বালিয়াডাঙ্গীতে বিএনপির সম্মেলন স্থগিতের প্রতিবাদে হরতাল

মো: ইলিয়াস আলী,ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থেকে মোঃ ইলিয়াস আলী:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪টি ইউনিয়ন ও উপজেলা বিএনপির সম্মেলন স্থগিতের প্রতিবাদে উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শনিবার (০১ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য হরতাল ডেকেছে।
দুওসুও ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপি। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, দুওসুও ইউনিয়ন বিএনপির সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। কিন্তু রাত ১১টায় হঠাৎ করে জেলা বিএনপি থেকে নির্দেশ এলো যে শনিবারের সম্মেলন স্থগিত। এই জবাব আমরা চাই, কেন তারা সম্মেলন স্থগিত করল। এই প্রতিবাদে শনিবার আমরা হরতাল পালন করব। না মানলে অবরোধ করব। আমরা এই সিদ্ধান্ত মানি না মানব না। জেলা বিএনপির নেতারা কত টাকার বিনিময়ে এই সম্মেলনটি স্থগিত করেছেন সেটা জানতে চাই।
সভাপতি ও সম্পাদক প্রার্থীরা অভিযোগ করে জেলা বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, তারা কার কথায় কার নির্দেশে আমাদের সম্মেলনটি স্থগিত করেছে, সেটার জবাব দিতে হবে। যেখানে সব প্রস্তুতি সম্পন্ন সেখানে কেন এই স্থগিতাদেশ। যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ব্যবসা-বাণিজ্য করে তাদের ছাড় দেওয়া হবে না। এত দিন আন্দোলন করেছি আওয়ামী লীগকে হঠানোর জন্য আর আজ থেকে আন্দোলন করব বিএনপি থেকে চক্রান্তকারীদের হঠানোর জন্য।
বালিয়াডাঙ্গী উপজেলা শ্রমিকদলের সভাপতি দবিরুল ইসলাম বলেন, প্রার্থী,ভোটার ও বিএনপির নেতৃবর্গ যে হরতাল ডেকেছে আমরা সকল অঙ্গ-সহযোগী সংগঠন এর পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমরা সকলে হরতাল পালন করবো এবং এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বোনা।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন বলেন, জেলার সাংগঠনিক সভায় কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু আমাদের আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলা সম্মেলন শেষ করতে বলেছেন। জেলা বিএনপি কিভাবে ১৬ তারিখের জেলা বিএনপির নির্বাহী সিদ্ধান্ত মোতাবেক ৩১ জানুয়ারি চিঠি দিয়ে সম্মেলন স্থগিত করতে বললেন? জেলা বিএনপির এমন হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে হরতালের পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এ প্রসঙ্গে জানতে জেলা ও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি