করোনা আতঙ্কে কাঁপছে অস্ট্রেলিয়ার সিডনি। যার জেরে বিগ ব্যাশ টি-টুয়েন্টি লিগে ক্রিকেটারদের চুল কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় বেশ কিছু নিয়ম পরিবর্তন এবং আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর ফলে সিডনি থেকে মেলবোর্নে নিয়ে যাওয়া হলেও ডেভিড ওয়ার্নার এবং শন অ্যাবটকে নেওয়া হয়নি দ্বিতীয় টেস্টের দলে।
সিডনির এক সংবাদপত্রে বলা হয়েছে, বিগ ব্যাশের জন্য করোনা নিয়ম আরও কঠোর করা হচ্ছে। নিউ সাউথ ওয়েলসে বেড়ে যাওয়া করোনা সংক্রমণ যে কঠিন পরিস্থিতি তৈরি করেছে, তার মধ্যেই সবরকম সতর্কতা নিয়ে ঘরোয়া লিগের খেলা চালিয়ে যাওয়া হবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যে নতুন কিছু নিয়ম আনা হয়েছে তার মধ্যেই বলা হয়েছে- বিগ ব্যাশের ক্রিকেটাররা চুল কাটতে যেতে পারবে না। রিপোর্ট অনুযায়ী, বাইরের খাবার তারা নিতে পারবে যদি আগে থেকে অর্ডার দেওয়া থাকে, তবে দলের জার্সি পরে যেতে পারবে না সেটা আনতে। ব্রিসবেনে বিগ ব্যাশের সব দলকে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]