রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১৭ এপ্রিল ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২ | ১৮ শাওয়াল ১৪৪৬
বাগেরহাটে ডিসি’র সাথে অভিভাবকদের মতবিনিময়
নয়ন বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে জেলা প্রশাসনের সাথে সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) বিকালে গুনগত শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষাঙ্গণের পরিবেশ উন্নয়নে বাগেরহাট জেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,প্রমুখ।বক্তারা পরিবেশ নস্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সাথে বিদ্যালয়গুলোর সামনে কোন প্রকার আড্ডা দেয়া যাবে না। কোন শিক্ষার্থী বিদ্যালয়ে মোবাইল ব্যবহার করতে পারবে না। ক্লাসের ফাকে ফাকে শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দিতে হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.