দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট :তরুণদের প্রাধান্যে সৃষ্ট গণ অধিকার পরিষদ গঠনের সময় জ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে রেজা কিবরিয়াকে দলের আহ্বায়ক করেছিলেন নুরুল হক নুর ও তার অনুসারীরা। তাকে দল থেকে বাদ দেওয়ায় দলের সাংগঠনিক শক্তি কমবে কিনা, এমন প্রশ্নের জবাবে নুরুল হক নুর বলেন, ‘সাংগঠনিক শক্তিক্ষয়ের আশঙ্কা করছি না। একটা বিভ্রান্তি তৈরি হবে, যারা তাকে কাছ থেকে দেখেননি, তাদের জন্য। কারণ, যারা দূর থেকে তাকে দেখেছেন—সবাই তার সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন। আমরাও তাকে উচ্চ ধারণা থেকে এনেছিলাম। কিন্তু তাকে কাজ করতে দেখিনি। উনি বাইরে ফিটফাট। এই যে স্যাংশন নিয়েও বলেছিলেন, আরও স্যাংশন আসবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। ওনার কথা ও কাজে কোনও মিল নেই।’২০২১ সালের ২৬ অক্টোবর অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশ গণ অধিকার পরিষদের। আহ্বায়ক কমিটি গঠনের পর ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার বিষয়ে গঠনতন্ত্রের নীতিমালা থাকলেও তা করা হয়নি।