মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিএনপির সমালোচনা করে বলেছেন, বিএনপির আমলে দেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সে সময়ে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করা হয়েছিল। তখন দেশে কোনো উন্নয়ন হয়নি।
তিনি আরও বলেন, দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতাও ছিল না। এতিমের টাকা লুটপাট করেছে। সে অপরাধে আদালত খালেদা জিয়াকে সাজা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম ফারুক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস।
বক্তব্য শেষে মন্ত্রী মুরাদনগর, বুড়িচং, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]