দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট : বিএনপির এক দফার আন্দোলনের মিত্রদের মতোই একাধিক ফ্রন্ট গঠন করবে আওয়ামী লীগ। এসব ফ্রন্ট গঠন করা হবে সরকার সমর্থক ছোট ছোট রাজনৈতিক দলকে নিয়ে। সমমনা এই রাজনৈতিক দলগুলো বিএনপি ও তাদের মিত্রদের মোকাবিলায় আওয়ামী লীগের সঙ্গে থাকবে রাজপথে এবং তারাও ক্ষমতাসীনদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করবে।
আমির হোসেন আমু নতুন দুটি রাজনৈতিক দলকে ১৪ দলে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করলে জোট শরিকরা এর বিরোধিতা করেন। তারা চান, ১৪ দলকে অটুট রেখে আলাদা আলাদা একাধিক ফ্রন্ট। পরে প্রধানমন্ত্রী ওই মত দেন।
বুধবার রাতে গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের আগে মহাজোটের আদলে নির্বাচনি জোট গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। তবে ১৪ দলীয় জোট আগের মতোই থাকবে। ১৬ মাস পর জোট নেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নির্বাচনকে কেন্দ্র ধারাবাহিক আন্তর্জাতিক চাপের বিষয়ে জোট নেতাদের বিস্তারিত অবহিত করেন।
তিনি আন্তর্জাতিক এই চাপের কারণ হিসাবে বৃহৎ শক্তিগুলোর সামরিক ও অর্থনৈতিক চাওয়া-পাওয়ার বিষয় উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, তারা ভাগ চায়। এখন থেকে কোনো নির্দিষ্ট দেশের কাছ থেকে নয়, ব্যালেন্স (ভারসাম্য) করে সামরিক সরঞ্জাম কিনব। তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেন, অবশ্য যারা আমাদের ওপর নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে এক টাকার জিনিসও কিনব না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]