মেহেদী হাসান মামুন, যশোর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকালে যশোরের টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) যশোর জেলা সম্মেলন ২০২৫।
পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জেলা বিএনপি।
যশোর জেলা বিএনপির নেতারা বলেন, আজকের এ সমাবেশ হবে সর্বকালের সেরা সমাবেশ। যশোরের আটটি উপজেলাসহ আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হয়েছেন।
যশোর টাউন হল ময়দানে বিএনপির সমাবেশে বিপুল লোক সমাগম হয়েছে। সমাবেশ স্থলসহ শহরের মোড়ে মোড়ে লোকে লোকারণ্য।
যশোর টাউন হল ময়দানে বেলা সাড়ে চারটার দিকে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছে। জনগণের রায়ে একটি সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনা করুক। যাতে করে দেশের গণতন্ত্র টেকসই থাকে। সেই প্রত্যাশা নিয়ে আমাদের এই সমাবেশ।