সরকারবিরোধী যুগপৎ গণআন্দোলনের ১০ দফা খসড়া তৈরি করেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। একই সঙ্গে রাষ্ট্রের সার্বিক সংস্কারের লক্ষ্যে ২৭ দফা রূপরেখার খসড়াও প্রণয়ন করেছে দলটি। একসঙ্গে আন্দোলনে আগ্রহী সমমনা দলগুলোর কাছে গত মঙ্গলবার খসড়া প্রস্তাব দুটি হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে শুক্রবারের মধ্যে দলগুলোর মতামত জানানোর অনুরোধ করেছে বিএনপি। সমমনাদের নতুন কোনো প্রস্তাব থাকলে যৌথ বৈঠকে সংযোজন-বিয়োজনের মাধ্যমে তা চূড়ান্ত করা হবে। ঢাকায় আগামী ১০ ডিসেম্বরের আলোচিত মহাসমাবেশে যুগপৎ গণআন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা ঘোষণা করতে পারে বিএনপি। একই দিন সমমনা দলগুলো স্ব-স্ব দলীয় মঞ্চ থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা ঘোষণা দেবে কিনা- তা এখনও চূড়ান্ত হয়নি। বিএনপির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা সমকালকে জানিয়েছেন, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ে রাজপথে দুর্বার গণআন্দোলনে সরকারবিরোধী দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। এরই মধ্যে স্ব-স্ব ব্যানারে দাবি আদায়ের আন্দোলনের কর্মসূচিও পালন করছে তারা। এখন শুধু যুগপৎ আন্দোলন আনুষ্ঠানিকতার বিষয়।
আগামী কয়েক দিনের মধ্যেই বৈঠক করে সমমনা দলগুলোর সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষ করবে বিএনপি। ওই সব বৈঠকের মাধ্যমেই আন্দোলনের দাবি এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা ঘোষণার দিনক্ষণ, পদ্ধতিসহ সব সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]