শিরোমনি ডেস্ক রিপোর্ট : বিএনপি নেতাদের মনের জোর কমে গেছে।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের মনের জোর যখন কমে যায় তখন গলার জোর বেড়ে যায়। বিএনপি ও ফখরুলের গলার জোর বেড়ে গেছে। আগে সুর ছিল গরম এখন নরম কেন? বিক্ষোভ থেকে এখন নীরব পদযাত্রা কেন? পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে। আন্দোলনের মরণযাত্রা শুরু হয়ে গেছে।’
আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কার মাটি আছে আর কার নেই, তা প্রমাণের পথ হলো নির্বাচন। আসুন নির্বাচনে। খালি মাঠে খেলব না। প্রতিদ্বন্দ্বিতা চাই। খেলা হবে।’
মার্কিন সহকারী পররাষ্ট্রসচিব ডোনাল্ড লু এর ঢাকা সফর শেষে বিএনপির হতাশায় ডুবে গেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আশা করেছিল একটা বৈঠক হবে। নির্বাচন সামনে রেখে সরকারকে চাপ দেবে। তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘কী বার্তা পেলেন? বৈঠক হলো না। নিষেধাজ্ঞা এল না। আর আসবেও না। অবস্থা বেগতিক দেখে মন খারাপ করে হাসপাতালে ভর্তি হলেন।’এক-এগারোর সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলের বাইরে ছিলেন কেন, এই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ফখরুল ইসলামের পর্যায়ের নেতা সরকারের দালালি ছাড়া জেলের বাইরে থাকতে পারেন না।