বিদেশিদের কাছে নালিশ করে করে বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ নেই। খালেদা জিয়া বলেছিলেন, তত্ত্বাবধায়ক নাকি পাগল আর শিশু ছাড়া কেউ বোঝে না। পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক আছে? তাহলে ফখরুল সাহেব এটা আপনার মাথায় ঢুকল কেমনে।এদিন সম্মেলন মহাসমাবেশে পরিণত হয়। সকাল থেকেই মহানগরের ৫৭টি ওয়ার্ড থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের সভাপতিত্বে সম্মেলনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আবদুস সোবহান গোলাপ এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রমুখ বক্তব্য দেন।আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির দুঃশাসনে দেশের অর্থনীতি ছিল ধ্বংসের দ্বারপ্রান্তে। সারাদেশে সন্ত্রাস এমন পর্যায়ে পৌঁছেছিল, মানুষ ছিল একটা চরম আতঙ্কের মধ্যে। কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার আসবে না। শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। নির্বাচনে না এলে বিএনপিরই ক্ষতি হবে।দ্বিতীয় অধিবেশনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক হিসেবে আতাউল্যাহ মণ্ডলের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর মহানগর আওয়ামী লীগের এটিই প্রথম সম্মেলন। ২০১৫ সালে প্রথম গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি গঠিত হয়।