বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।
বুধবার (২৩ ডিসেম্বর) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অপর আদেশে তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার মো. ওয়ারেছ হোসেনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়া উত্তরার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) আবু বাক্কার ছিদ্দিক বাংলাদেশ ইন্সুরেন্স সেক্টর ডেভেলপ প্রজেক্টের (বিআইএসডিপি) প্রকল্প পরিচালক নিয়োগ পেয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]