দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এ অবস্থায় হাসপাতালগুলোতে রোগীদের বাড়তি চাপ সামলাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ শনিবার চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল। বেলা ১২টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি হাসপাতালটির উদ্বোধন করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থাপিত ১ হাজার শয্যার ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে শনিবার। বেলা ১২টায় হবে উদ্বোধন অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে ২৫ জুলাই ফিল্ড হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। ওই সময় ৩১ জুলাই হাসপাতালটি উদ্বোধন হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিএসএমএমইউ ফিল্ড হাসপাতালে ২০০ শয্যার আইসিইউ, এইচডিইউসহ এক হাজার শয্যা থাকছে।
তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় শিগগিরই হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিতে পারে। মনে রাখতে হবে, সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না।
বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ ওই সময় বলেন, বিএসএমএমইউয়ের করোনা ডেডিকেটেড হাসপাতালটির নাম হবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে। কনভেনশন সেন্টারের পঞ্চম তলায় এর অবকাঠামো তৈরি হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]