আকরাম হোসাইন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:বিকাশ থেকে আত্মসাৎ হওয়া ০৭ (সাত) লক্ষ টাকা লক্ষ্মীপুর জেলা পুলিশ কর্তৃক উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় নোয়াখালী জেলাধীন সুধারাম থানার ধন্যপুর সাকিনের জনৈক ফিরোজ আলম (৩৩) পিতা-নাদেরুজ্জামান, মাতা-নাজমা আক্তার তাহার কাসেম বাজার অবস্থিত অন্তরা টেলিকম বিকাশ দোকান হইতে ০৭ (সাত) লক্ষ টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে চন্দ্রগঞ্জ থানাধীন ১৮নং কুশাখালী ইউপি ছিলাদী সাকিনের তিনজন লোক ব্যাগসহ টাকা নিয়ে আসে।পরবর্তীতে গত ০২ মার্চ ২০২৩ খ্রি. তারিখ ফিরোজ আলম বাদী হইয়া পুলিশ সুপার লক্ষ্মীপুর বরাবর অভিযোগ দিলে লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সোহেল রানা ও অফিসার ইনচার্জ জনাব মোঃ সাহাদাত হোসেন টিটো এর সার্বিক তত্ত্বাবধানে এসআই/ জনাব মোঃ দুলাল মিয়া, এএসআই/ মোঃ নাজির হোসেন ও সঙ্গীয় ফোর্সদের ৯৬ ঘন্টার সার্বিক প্রচেষ্টায় ছিলাদী এলাকায় অভিযান পরিচালনা করিয়া আত্মসাৎ হওয়া নগদ ৭,০০,০০০/-টাকা উদ্ধার করে।অদ্য ০৫ মার্চ ২০২৩ খ্রি. তারিখ উদ্ধারকৃত ৭,০০,০০০/- (সাত) লক্ষ টাকা প্রকৃত মালিক মোঃ ফিরোজ আলম (৩৩), পিতা-নাদেরুজামান, সাং-ধন্যপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী এর নিকট জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ, পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয় হস্তান্তর করেন।বাদী মোঃ ফিরোজ আলম (৩৩) পিতা-নাদরের জামান, সাং-ধন্যপুর, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী এর বিকাশের আত্মসাৎ হওয়া টাকা ফিরে পাওয়ায় তিনি লক্ষ্মীপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।