বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনি বলেন, ৫১ বছরের পথ চলায় বিদেশি অর্থায়নের প্রকল্পে ঋণ পরিশোধে বাংলাদেশ কখনও ব্যর্থ হয়নি। ঋণ নেওয়া ও পরিশোধের ক্ষেত্রে সব সময় বাংলাদেশ নিরাপদে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শামসুল আলম বলেন, কোনো দেশের জিডিপির ৫৫ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া ঝুঁকিমুক্ত। সেই তুলনায় আমাদের ঋণ অনেক কম। আমাদের প্রবৃদ্ধির মাত্র ৪১ শতাংশ ঋণ। সুতরাং বাংলাদেশ ঋণ নেওয়ার ক্ষেত্রে নিরাপদে, এক্ষেত্রে উদ্বেগের কিছু নেই।
এর আগে চার হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের সব টাকা সরকারি খাত থেকে মেটানো হবে। অর্থাৎ এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ঋণ নেওয়া হবে না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]