অবকাঠামোগত উন্নয়ন ও স্থিতিশীল বিনিয়োগবান্ধব পরিবেশের কল্যাণে অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হচ্ছে বলে উল্লেখ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) ২০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। পণ্যবৈচিত্র্য ও পণ্যের গুণগত মানোন্নয়নের কারণে বিদেশেও রপ্তানি বেড়েছে।
বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক মিথষ্ক্রিয়া সম্প্রসারিত করতে পারলে বাণিজ্য অংশীদাররা এদেশে বিনিয়োগের ক্ষেত্রে আরো উদ্বুদ্ধ হবে বলে তিনি উল্লেখ করেন।
বিএমসিসিআই সভাপতি রকিব মোহাম্মদ ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাসিমের প্রেরিত বার্তা শোনানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এতে বিএমসিসিআইয়ের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ২০তম বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি সৈয়দ আলমাস কবীর ও বিএমসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]