খান ফেরদাউস বরিশাল প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
২১ই জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলছিটি উপজেলাধীন কুশঙ্গল ইউনিয়ন ৭নং ওয়ার্ড সাধারণ ইউপি সদস্য পদে ফুটবল মার্কা নিয়ে ৮১৩ ভোট পেয়ে কামাল হোসেন মৃধা বিজয়ী হয়।অপর প্রতিদ্বন্দী তিন প্রার্থী হাবিবুর রহমান তালা মার্কায় ৪১৫ ভোটে দ্বিতীয় হয়। আলতাফ শিকদার আপেল মার্কায় ৩২ ভোটে তৃতীয় হয়। গোপাল সাহা মোরগ মার্কায় ১০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে।জনপ্রিয় মেম্বার কামাল হোসেন মৃধা সৎ যোগ্য, নরম ভদ্র সাদা মনের মানুষ ধর্ম বর্ন নির্বিশেষে দীর্ঘদিন যাবত ৭নং ওয়ার্ড বাসীর সুখে দুখে সবার পাশে থেকে আসছেন ভবিষ্যতে পাশে থাকবেন ২২ই জুন সন্ধা ৮ টায় সেওতা বাজার আনোয়ার টেইলার্স দোকানের সামনে বিজয়ী উৎসবে সরকারি নিষেধাজ্ঞা থাকায় সীমিত আকারে শুভেচ্ছা বিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।নবনির্বাচিত মেম্বার কামাল হোসেন মৃধা বলেন আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হয়েছি যথা সম্ভাব আপনাদের সেবা করেই যাবো। সুখে দুখে সবার পাশে থাকবো। সরকারি অনুদান বয়স্ক ভাতা, বিধবা ভাতা,পঙ্গু ভাতা সহ সকল প্রকার কাজে কোন বায়া, দালাল ধরার প্রয়োজন হবে না।বিনা খরজে সরকারি অনুদান প্রদান করবো।উপস্থিত সকলের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্যে কামাল হোসেন মৃধা আরও বলেন আমি আপনাদেরই সন্তান কারও ভাই আপনাদের সাথেই মিলেমিশে থাকতে চাই, আমার বয়স অনেক কম সামনে যাতে দীর্ঘদিন যাবত আপনাদের পাশে থাকতে পারি সেই পরিকল্পনা নিয়েই যথাযথ চলার চেষ্টা করবো কখনো কোন প্রকার ভুলত্রুটি হলে আমাকে ধরিয়ে দিবেন শুধরে নেয়ার চেষ্টা করবো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]