এমডি রেজওয়ান আলী, বিরামপুর উপজেলা প্রতিনিধি:দিনাজপুর বিরামপুরে উপজেলার ৭টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় এবং ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) মাগরিব বাদ বিরামপুর উপজেলা বিএনপি পাটি অফিসে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
অত্র অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহম্মেদ ইমন ও সানোয়ার হোসেন দিপুর সঞ্চালনায় ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সায়হাম আশরাফ আল মুতি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুর রহমান দুলাল,তাজুল ইসলাম চৌধুরী অমি সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল বিরামপুর উপজেলা শাখা,৭টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দসহ অনেক সদস্যগণ উপস্থিত ছিলেন।
Notifications