আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হওয়ার পথে রয়েছে চীন। এর মধ্যেই দারিদ্র্যের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ বিজয়’ ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ অভিযানে যারা জড়িত ছিলেন এমন ব্যক্তিদের হাতে বৃহস্পতিবার পুরস্কার হাতে তুলে দেন তিনি। বেইজিংয়ে গ্রেট হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
বুধবার চীনের দারিদ্র্য নির্মূল এবং রোল মডেল বিষয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শি জিনপিং বলেন, বলেছেন, ‘তার দেশ থেকে দারিদ্র্য নির্মূল হয়ে গেছে পুরোপুরি।’ তিনি ক্ষমতায় আসার পর দারিদ্র্য বিরোধী যেসব নির্দেশনা দিয়েছেন তার সারমর্ম হিসেবে বুধবার দলীয় মুখপত্র দ্য পিপলস ডেইলির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]