দৈনিক শিরোমণি ডেস্ক:বিশ্বের শীর্ষ ঘনবসতিপূর্ণ মেগাসিটি রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা ভয়াবহ দুর্যোগপূর্ণ অবস্থায় উপনীত হয়েছে। ঢাকা এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। ঢাকা মাঝেমধ্যেই বায়ুদূষণে সর্বোচ্চ পর্যায়ে থাকে; কিন্তু গতকাল দূষণের মান বা স্কোর সাম্প্রতিক সময়ের সব মাত্রা ছাড়িয়ে যায়।
পৃথিবীর ১২৫টি নগরীর মধ্যে বায়ুদূষণে গতকাল সকালে শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল সোয়া ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল ৪৯৩। বায়ুর এই মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। বায়ুর মান ৩০০ পার হলেই তাকে ‘দুর্যোগপূর্ণ’ বলা হয়।
বিশ্বের সর্বোচ্চ বিষাক্ত বায়ুতে নিঃশ্বাস নিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫ এর উপস্থিতি। গতকাল ঢাকার বাতাসে এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৬৪ গুণ বেশি। এমন বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ঘরের জানালা বন্ধ রাখতে হবে। বায়ুদূষণের ফলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। বায়ু বিশেষজ্ঞদের মতে, এখনই দূষণ কমাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এটা কেবল মানব শরীর বা পরিবেশ নয়, মানুষের গড় আয়ুতেও আঘাত করছে
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]