আন্তর্জাতিক এই সংস্থাটি জানিয়েছে, ২০১৯ সালে সবচেয়ে বেশি খাবার অপচয় করেছে মিশর। দেশটি ওই বছর ৯ মিলিয়ন টন খাবার নষ্ট করেছে। এই তালিকায় এরপর রয়েছে- ইরাক (৪.৭৩ মিলিয়ন টন), সুদান (৪.১৬ মিলিয়ন টন), আলজেরিয়া (৩.৯১ মিলিয়ন টন), সৌদি আরব (৩.৫৯ মিলিয়ন টন), মরক্কো (৩.৩১ মিলিয়ন টন)।
এছাড়া ইয়েমেন (৩.০২ মিলিয়ন টন), সিরিয়া (১.৭৭ মিলিয়ন টন), তিউনিসিয়া (১.০৬ মিলিয়ন টন)। এই তালিকায় এরপর যথাক্রমে রয়েছে- জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, ওমান, মৌরতানিয়া, কুয়েত, কাতার এবং বাহরাইন। প্রতিবেদনে বলা হয়েছে যে, কেবল মাত্র ঘরেই খাবার নষ্ট বিষয়টা এমন নয়, বরং অনেক সময় ক্রেতা কাছে পৌঁছানোর সময় এটা হয়।
ইউএনইপি জানিয়েছে, ঘর, রিটেইল শপ এবং ফুড সার্ভিস ইন্ডাস্ট্রিতে প্রতি বছর ৯৩১ মিলিয়ন টন খাদ্য অপচয় হয়। তবে শুধু ঘরেই প্রায় ৫৭০ মিলিয়ন টন খাদ্য অপচয় হয়। ২০৩০ সাল নাগাদ খাদ্যের অপচয় অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে ইউএনইপি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]