রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
বিষধর খৈয়া কোবরা উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত খৈয়া কোবরা
মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত খৈয়া কোবরা বাগেরহাটের এক মৎস্যঘের থেকে একটি বিষধর খৈয়া কোবরা বা ইণ্ডিয়ান কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির বৈজ্ঞানিক নাম 'নাজা নাজা'। আর বাংলাদেশের স্থানীয় নাম খড়মপায়া বা খইয়া গোখরা। উদ্ধারের পর অক্ষত অবস্থায় সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়। সোমবার (২৮ মার্চ) বিকালে বিষধর সাপটিকে সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করেছে বন বিভাগ। এর আগে রোববার বিকালে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামে একটি মৎস্যঘেরে জালে আটকা পড়ে ওই সাপটি। সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, মৎস্যঘেরে সাপটি জালে আটকা পড়ার পর স্থানীয় লোকজন সেটাকে উদ্ধার করে। এর পর গ্রাম পুলিশের সহায়তায় সাপটিকে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট কার্যালয়ে নিয়ে আসে। এই কর্মকর্তা আরও বলেন, সোমবার সাপটি করমজলে আনা হলে তারা জাল কেটে সাপটিকে বের করে সুন্দরবনে অবমুক্ত করে। সাপটি অক্ষত রয়েছে,বিষধর এই সাপটির নাম খৈয়া কোবরা,যার বৈজ্ঞানিক নাম নাজা নাজা। এ ধরনের কোবরা ভারতীয় উপমহাদেশের স্থানীয় এবং এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং দক্ষিণ নেপাল জুড়ে পাওয়া যায়। ভারতের কাশ্মীরের কিছু অংশ ছাড়াও আসাম রাজ্যে পাওয়া যায়। এর কামড়ে শ্বাসকষ্ট বা কার্ডিয়াক অ্যারেস্টের মত বিপদ দেখা দেয়। দেহে দ্রুত বিষ ছড়িয়ে যায়। দংশনের পরে পনের মিনিট এবং দুই ঘন্টার মধ্যে বিষক্রিয়ার লক্ষণগুলি প্রকাশিত হতে পারে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.