মালাবদলের আগেই ছিড়ে যায় পাজামা। কোনওমতে বন্ধুর পাজামা পরে তারপর মালাবদল করে বিয়ের সমস্ত নিয়ম পালন করেন। এবার এমনই জানালেন আদিত্য নারায়ণ।
গত ১ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আদিত্য নারায়ণ। মুম্বইয়ের ইসকন মন্দিরে বসে বিয়ের আসর। ১ ডিসেম্বর বিয়ের আসরে গিয়ে কী হয়, সে বিষয়ে মুখ খোলেন আদিত্য।
উদিত নারায়ণের ছেলে বলেন, বিয়ের আসরে মালাবদলের সময় আচমকাই তাঁর পাজামা ছিড়ে যায়। এরপর সেখানে হাজির বন্ধুর পাজামা নিয়ে তা পরে ফেলেন। বন্ধুর পাজামা পরেই এরপর বিয়ের সমস্ত নিয়ম পালন করেন আদিত্য নারায়ণ। বিয়ের আসরে উদিত-পুত্রের সঙ্গে যে ঘটনা ঘটে, তা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। পাশাপাশি আদিত্য কীভাবে ওই পরিস্থিতির সামাল দেন, সে বিষয়েও খোলসা করে জানান রিয়্যালিটি স্টার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]