গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধায় বিয়ে করতে এসে গরু দিয়ে চলে গেলেন বর পক্ষ। আগের স্ত্রী আছে, এ তথ্য গোপন করে বিয়ে করতে এসে স্ত্রীর পরিবর্তে জরিমানা হিসাবে ৩টি গরু কনে পক্ষকে দিয়ে খালি হাতে ফিরে গেলেন বর বিপুল মিয়া (২৫)। গত ২৩ সেপ্টেম্বর বৃহ¯পতিবার এ ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামে। জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বুধবার রাতে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামের রাজা মন্ডলের কন্যার পারিবারিক সম্মতিতে ২ লক্ষ টাকা দেনমোহরানা ধার্য সাপেক্ষে রাজা মন্ডলের বাড়িতে বিয়ে করতে আসে বর ও তার পক্ষের লোকজন। উভয় পক্ষের আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া শেষে বিবাহ নিবন্ধন স¤পন্ন করতে কাজী বই নিয়ে লেখা শুরু করেন। এমন সময় মুক্তা বেগম উপস্থিত হয়ে বলেন,এ বিয়ে হবে না আমি তার স্ত্রী। এমন বিপদ দেখে কেটে পরার চেষ্টা করেন বর বিপুল মিয়া। এমন কান্ডে বিয়ে বাড়িতে শুরু হয় হৈ চৈ। বিপুল মিয়ার স্ত্রী আছে, মেয়ে পক্ষের কাছে এ তথ্য গোপন রেখেছিলেন ঘটক ও বরের অভিভাবক। বুধবার সারা রাত দেন দরবার করে কোন সুরাহা না হওয়ায় অবশেষে বৃহ¯পতিবার সকালে সিদ্ধান্ত হয় মেয়ে পক্ষকে ক্ষতিপুরণ বাবদ দিতে হবে ১ লক্ষ টাকা। নগদ টাকা দিতে অক্ষম বর পক্ষ জরিমানার টাকার জন্য ৩টি গরু দিতে সম্মত। জরিমানার টাকার বদলে ৩টি বকনা গরু কনের বাড়িতে পৌঁছে দিয়ে খালি হাতে বাড়ি ফেরেন যান বরযাত্রী। মুক্তা বেগম বলেন, এক বছর আগে উপজেলার তাতীপাড়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে বিপুল মিয়ার তার বিয়ে হয়। শ্বশুরের অত্যচারে তিনি স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে গেলে তাকে আর আনতে যাননি। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিপুল, এমন সংবাদ পেয়ে তিনি পিতার বাড়ি থেকে ছুটে আসেন আরেকটি মেয়েকে সর্বনাশের হাত থেকে বাঁচাতে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]