বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ইয়ামি গৌতম। ‘উরি: দ্য সার্জিক্যাল স্টাইক’ ছবির নির্মাতা আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউডের এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিয়ের একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ইয়ামি গৌতম।
ছবিটির ক্যাপশনে ইয়ামি লিখেছেন, পরিবারের আশীর্বাদে ঘরোয়া আনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আপনাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ চাই।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি ছবি ‘ভিকি ডোনার’-এর মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন ইয়ামি গৌতম। এজন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দেখা গেছে- ‘কাবিল’, ‘সানাম রে’, ‘বদলাপুর’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্টাইক’-এর মতো ছবিতে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]