বিয়ে করলেন লাক্স চ্যানেল আই সুপারস্টারখ্যাত জনপ্রিয় টিভি অভিনেত্রী প্রসূন আজাদ। শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এলাকার মসজিদে বর ফারহান গাফফারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।
করোনার কারণে স্বল্প পরিসরে বিয়ের আয়োজন করা হয়। শুধু দুই পরিবারের সদস্যরা বিয়েতে উপস্থিত ছিলেন। পাত্র ফারহান গাফফার একজন ব্যবসায়ী। প্রসুনের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিয়ের পরে প্রসূন বলেন, ‘আমাদের বিয়ের পর্বটা শেষ হয়েছে। বাঙালি রীতি অনুযায়ী বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা এখনো চলছে। সবাই দোয়া করবেন, আমরা যেন সুখী হতে পারি।’ তিনি আরো বলেন, বিয়ের পর করোনার কারণে হানিমুনে যেতে না পারলেও দেশের পরিস্থিতি ভালো হলে পার্বত্য কোন এলাকায় হানিমুন সারবেন তিনি।
২৩ জুলাই বিয়ের কথা ছিল অভিনেত্রী প্রসূন আজাদের। কিন্তু করোনা এবং বিশেষ কারণে এক সপ্তাহ পরে বিয়ে হয়েছে তার।
বেশ কয়েকটি সিনেমা,টেলিফিল্ম,নাটকে অভিনয় করেছেন প্রসূন। এর মধ্যে রাশিদ পলাশের পদ্মাপুরান, নুরুল আলম আতিকের মানুষের বাগান উল্লেখযোগ্য।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]