রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১ | ২৪ জমাদিউস সানি ১৪৪৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাচন সম্পন্ন
আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধি:নবীনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচন: ফারুক আহমেদ (আনারস) জয়ী! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপ ৫ জুন বুধবার অনুষ্ঠিত হয়। ১৫৬টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষে, আনারস প্রতীকের মো. ফারুক আহমেদ নবীনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপির বহিষ্কৃত নেতা ফারুক আহমেদ ৫৮,৩৪৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌসকে (২৫,৬৮১ ভোট) পরাজিত করেন। ভাইস-চেয়ারম্যান পদে চশমা প্রতীকের ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মেহেদী হাসান ৩২,৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাইক প্রতীকের খাইরুল আমিন (২৪,৫৪৪ ভোট)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের মিসেস মাহমুদা আক্তার শিউলি ৫৮,৫৪৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কলস প্রতীকের সাবিনা ইয়াসমিন পুতুল (৩১,৩৩৯ ভোট)। নবীনগর উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৩৮ হাজার ৩৫ জন। নির্বাচনে মোট ৩৫৩,২০৪ ভোট পড়েছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.