সাজ্জাদ স্বদেশী, শরীয়তপুর জেলা প্রতিনিধি :আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী এদেশীয় দোসরদের সহযোগিতায় পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধা শূণ্য করার এক নীল নকশা করে। এদেশের বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে তারা। দেশের প্রতিটি জেলা উপজেলায় প্রতিবছর দিনটি পালিত হয় স্বরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের।
প্রতিবছর শরীয়তপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসমূহ শরীয়তপুরের মনোহর বাজার বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। কিন্তু এবছর বাম ধারার দুইটি সংগঠন ব্যতীত জেলা প্রশাসন বা কোনো সংগঠন বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেননি। এঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শরীয়তপুর জেলা সংসদ।
মনোহর বাজার বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শরীয়তপুর জেলা সংসদের সভাপতি বিকাশ মন্ডল ও সাধারণ সম্পাদক জি কে সাজ্জাদ বলেন, আমরা ক্ষোভ, দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, এবছর বাম ধারার সংগঠনসমূহ ব্যাতিত শরীয়তপুর জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেননি। যা অত্যন্ত দুঃখ ও হাতাশাজনক।
ছাত্র ইউনিয়ন মনে করে, শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন না করা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে না পারা এবং প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা। স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিরোধী জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মী মাহমুদুল হাসান রিজভীসহ এদেশের ছাত্র-জনতা বুকের তাজা প্রাণ ঢেলে দিয়ে শহীদ হয়েছেন। বুদ্ধিজীবী দিবসে প্রশাষনের নিরব ভূমিকায় ক্ষুব্ধ হয়ে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন বাংলাদেশের বামধারার এই ছাত্র সংগঠনটি।