ঢাকাই সিনেমার আলোচিত ও সফল নায়িকা শবনম বুবলী। গত বছর শাকিব খানের বিপরীতে ‘বীর’ ছবির পর অনেকটা লম্বা সময় ধরে ছিলেন আড়ালে।
টানা এক বছরের পারিবারিক অন্তর্ধান থেকে মিডিয়ায় ফিরেছেন মাস তিনেক হলো। দ্রুত প্রস্তুতি নিচ্ছিলেন পর্দায় ফেরার। ইন্টারভিউ, ফেসবুকিং, গিটার বাজানো- সবই ছিল সেই প্রস্তুতির প্রতিধ্বনি।
এরপর ফিরেছেন রোশান ও নিরবের সঙ্গে 'চোখ' সিনেমা দিয়ে৷ ঘোষণা এসেছে শাকিব খানের সঙ্গে একটি সিনেমারও।
এবার আরও এক নতুন খবর পাওয়া গেল এ নায়িকার৷ 'রিভেঞ্জ' নামের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন বুবলী। এখানে তার বিপরীতে দেখা যাবে নায়ক রোশানকে৷
আজ (৩ মে) বিকেলে রাজধানীর গুলশানে এক অভিজাত রেস্তোরায় ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। সেখানে আনুষ্ঠানিকভাবে বুবলী ও রোশানের নাম ঘোষণা করা হবে৷
জানা গেছে, মোহাম্মদ ইকবাল ছবিটি প্রযোজনা করবেন৷ এর পরিচালনার দায়িত্বেও তিনিই থাকবেন৷
তার কাছে এ ছবিটি সম্পর্কে জানতে চাইলে তিনি অবশ্য রহস্য জিইয়ে রাখতে চাইলেন৷ বললেন, 'এখন এ নিয়ে কিছু বলতে চাই না। আরেকটু সময় নিতে চাই৷ সব ফাইনাল হলে জানাবো৷'
এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলী অভিনীত 'ক্যাসিনো' সিনেমাটি। সৈকত নাসিরের পরিচালনায় এ সিনেমায় বুবলীর নায়ক নিরব।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]