এফডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গতকাল চিত্রনায়িকা শবনম বুবলী জানিয়েছেন, গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে তার অভিনয় করতেও আপত্তি নেই। বিভিন্ন গণমাধ্যমে এ মন্তব্য প্রকাশিত হওয়ার পর অপু বিশ্বাসও জানালেন বুবলীর সঙ্গে তারও কাজ করতে আপত্তি নেই।
অপুর ভাষ্য, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলা ছিল। সেটাও শুধু শাকিব খানের সঙ্গে। এর বাইরে কারও সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। পেশাদার জীবনে আমি ক্লিন। আর যেহেতু আমি পেশাদার শিল্পী, তাই কাজের ক্ষেত্রে কারও সঙ্গে কাজ করতে আপত্তি নেই।’
ঢালিউড কুইন’খ্যাত এই চিত্রনায়িকা আরও বলেন, ‘পেশাগত জীবনে আমার কাছে সবাই সমান। প্রত্যেক নায়িকাই আমার সহশিল্পী। কাউকে আলাদাভাবে দেখি না। সবাইকে রেসপেক্ট করি। তাই তাদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই। আমি মনে করি ভালো কাজ ও গল্পের প্রয়োজনে সবার সঙ্গে কাজ করাই বেটার।’
এদিকে, বর্তমানে একাধিক সিনেমাতে কাজ করছেন অপু বিশ্বাস। কদিন আগে শেষ করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈশা খাঁ’ নামে দুটি সিনেমা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]