রণবীর সিংয়ের ছবি ‘৮৩’ মুক্তি পেয়েছে শুক্রবার। সিনেপর্দায় ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প দেখে আবেগে ভেসেছেন দেশবাসী। কপিল দেবের চরিত্রে রণবীর সিংয়ের অসাধারণ অভিনয় নিয়ে চলছে আলোচনা।
ঠিক এমন সময় খোদ রণবীর সিং সামনে চলে আসেন, তাহলে তো অনুরাগীদের উচ্ছ্বাস বাড়বেই। তবে উচ্ছ্বাসের মধ্যে পড়েই অল্পের জন্য বিপদ থেকে বাঁচলেন মুম্বইয়ের এক বৃদ্ধ। ভিড়ের ধাক্কা মাটিতে লুটিয়ে পড়ার আগে বৃদ্ধের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের এই তারকা।
শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জুহুর একটি সিনেমা হলে ‘৮৩’ ছবির প্রচারে হাজির হয়েছিলেন রণবীর সিং। হঠাৎ সেখানে রণবীর যাওয়ায় স্বাভাবিকভাবেই অনুরাগীরা ভিড় জমান। ভিড়ের ঠ্যালায় এক বৃদ্ধ প্রায় পড়েই যাচ্ছিলেন মাটিতে। তখনি এগিয়ে আসেন রণবীর। নিজেই ভিড় সরিয়ে বৃদ্ধকে সাহায্য করেন। শুধু তাই নয়, গোটা ঘটনার জন্য ক্ষমাও চান তিনি। রণবীরের এমন আচরণে আপ্লুত নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় রণবীরের প্রশংসায় মত্ত অনুরাগীরা।
এদিকে, মুক্তির প্রথম দিনই বক্স অফিসে বাজিমাত করেছে পরিচালক কবির খানের ‘৮৩’ ছবি। ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনি দর্শকদের মন ভরিয়েছে। ২৪ ডিসেম্বর সিনেমা মুক্তির দিনই ১৩-১৫ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে রণবীরের এই সিনেমা। ফলে আশাবাদী ছবির প্রযোজক। তাদের আশা, লম্বা দৌড়ে সবাইকে পিছনে ফেলবে ‘৮৩’।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]