পলাশ মাহমুদ,বেনাপোলঃ শার্শার নিজামপুর সরকারি প্রাইমারী স্কুলের সামনে বেতনা নদী থেকে অভিনব পন্থায় বালু উত্তোলন করছেন এক ব্যবসায়ি। ঘটনাস্থলে গিয়ে দেখে যায় বাড়ির প্লার করে তার মধ্যে পাশবর্তি বেতনা নদী থেকে ডোজার বসিয়ে বালু উত্তোলন করছেন কওছার নামে এক ব্যাক্তি তিনি উক্ত প্লার বাউন্ডারির মালিক। কওছার আলীকে জিজ্ঞেসা করলে তিনি জানান বাড়ির অংশ তার নিজেরই কিন্তু তিনি বালু উত্তোলন তিনি নিজে করছেন না, বালু উত্তোলন করছেন সাহেব আলী কন্ট্যাকটর,বাড়ি নিজামপুর। বালু উত্তোলনের সাথে জড়িতরা এলাকায় প্রভাবশালী হওয়ার কারনে মুখ খুলতে চাইনা সাধারন মানুষেরা,,,এ বিষয়ে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন,, নিজামপুর প্রাইমারি স্কুলের সামনে কওছার নিজের বাড়ি মধ্য ভরাট করার জন্য বালু উত্তোলন করছেন বিষয়টি আমি শুনেছেন এবং বন্ধ করার নির্দেশ দিয়েছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]