বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে মো: হাবিব বিশ্বাস (৫০) নামে হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালানো সেই ছিচঁকে চোরকে গ্রেফতার ও পালানোর ঘটনায় সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) মো: শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল চারটায় আসামি হাবিব বিশ্বাসকে আটকের পর বর্তমানে বেতাগী থানা হেফাজতে রাখা হয়েছে। সন্ধ্যায় এসআই শহিদুল ইসলামকে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২ জানুয়ারি) দুপুরে বেতাগী থানার এসআই মো: শহিদুল ইসলাম ও কনস্টেবল মো: সোহল উত্তর করুনা গ্রামের বাসিন্দা মৃত মো: ইনছাব আলীর ছেলে মো: হাবিব বিশ্বাসকে চুরি মামলার সন্দিহান আসামি হিসেবে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে হাত থেকে আটকের পর হাতকড়াসহ কৌশলে পালিয়ে যান ঐ চোর। এর তিন ঘণ্টা পর হাতকড়া ও চাবি উদ্ধার করা হয় এবং ২৪ঘন্টার মধ্যে মঙ্গলবার বিকেল চারটায় একই ইউনিয়নের জলিশার হাঁট বাজার থেকে এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে হাবিব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য সন্ধ্যায় এ ঘটনায় সংশ্লিষ্ট এসআই শহিদুলকে প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মকর্তা সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার হোসনাবাদের সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে। গত ৩১ ডিসেম্বর এ ঘটনায় সোনার বাংলা বাজারের মুদি দোকানদার শুভঙ্কর বেপারী অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, পালিয়ে যাওয়া আসামি ছিঁচকে চোর হাবিব বিশ্বাস কে ইতোমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামীকাল তাঁকে আদালতে সোপর্দ করা হবে। আর এ ঘটনায় এসআই শহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার (ভারপ্রাপ্তপ্ত) এসএম তারেক রহমান বলেন, তদন্ত চলছে। কী ঘটেছে তা তদন্তের মাধ্যমে সব উঠে আসবে এমনটাই আশাকরি। অভিযোগের সত্যতা পেলে অবশ্যই।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]