মোঃআব্দুর রহিম বেনাপোল প্রতিনিধি-
বাংলাদেশ ডিজিটাল ভাবে এগিয়ে গেলেও এদেশে বেকারত্ব এখন সব চেয়ে বড় অভিশাপ! দেশে শিক্ষার হার অনেক অংশে বেড়ে গেলেও, বাড়েনি কর্মসংস্থান। এমতো অবস্থায় দেশের অর্থনীতি রয়েছে সব থেকে বেশি ঝুকিতে। কিছু যুবক নিজের কর্মসংস্থান নিজে তৈরি করলেও অনেকে চলে যাচ্ছে বেপথে। তেমনি অনুকরণীয় দুই যুবক বেনাপোলের মো: আক্কাস আলী এবং আশরাফুজ্জামান ডলার। তারা দুই বন্ধু মিলে তৈরি করেছে চলো ট্রান্সপোর্ট নামে একটি অত্যাধুনিক এ্যাপস। যাতে রয়েছে মালিক পক্ষ এবং ট্রান্সপোর্ট পক্ষের গাড়ী সম্পর্কিত সকল সুবিধা।
সুবিধা সমূহ:-১.লাইভ ট্রাকিং: গাড়ীর অবস্থান সর্বক্ষণিক মোবাইল এ্যাপ ও ওয়েব সাইটের মাধ্যমে ২৪ঘন্টা মনিটরিং করার সুবিধা।
২.ইঞ্জিন লক: গাড়ী চুড়ি হওয়ার সাথে সাথে এ্যাপসের মাধ্যমে ইঞ্জিন বন্ধ করার সুবিধা।
৩:ইমারজেন্সি বাটন: ড্রাইভার কোন ধরনের বিপদে পড়লে বাটন চেপে সাথে সাথে মালিককে জানাতে পারবে।
৪.ভয়েস ট্রাকিং: গাড়ীর ভিতরের সকল কথা আপনি মোবাইল এ্যাপসের মাধ্যমে সকল সময় যেকোন জায়গা থেকে শুনতে পারবেন।
৫.মাইলেজ রিপোর্ট: আপনার গাড়ী কোথা থেকে কোথায় কত কিলো চলেছে তার সর্বশেষ ১ মাসের রিপোর্ট দেখতে পারবেন।
এছাড়াও এই এ্যাপসে রয়েছে ট্রাভেল হিস্টরি মনিটরিং, জিও ফেন্স, স্পিড ভায়োলেশন এলার্ট, ফুয়েল মনিটরিং সিস্টেম, ভিডিও ট্রাকিং সহ সব আধুনিক ও প্রয়োজনীয় প্রায় সকল সুবিধা।
উল্লেখ্য যে, এর আগে তাদের তৈরিকৃত এ্যাপস, চলো শপ এ তারা জেলা ভিত্তিক ব্যাপক সারা পেয়েছিল। এ বিষয়ে মো: আক্কাস আলী বলেন, এ এ্যাপস ব্যবহারের মাধ্যমে ট্রান্সপোর্ট ব্যবসায়ী এবং মালিক পক্ষের উভয়েরই বিশ্বস্ততা স্থাপন সহ কাজে নানাবিধ সুবিধা হবে।
তাছাড়া এ্যাপসটি জনসাধারণের জন্য গুগল প্লেস্টোরে ফ্রী করা হয়েছে৷
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]