রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
বেনাপোলে বিপুল বৈদেশিক মুদ্রাসহ পাসপোর্ট যাত্রী আটক
ইকবাল হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল চেকপোস্টে ভারত থেকে পাচার করে আনা ৯০ হাজার ইউএস ডলার, ভারতীয় ১,৬১০ রুপি ও বাংলাদেশী নগদ ৩২,৪৮০ টাকাসহ মানিক মিয়া (৩৭) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (১১ অক্টোবর) সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মানিক কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।
বিজিবি জানায়, ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার একটি চালান বাংলাদেশে পাচার হবে।এমন গোপন খবরে, বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিকদল বেনাপোল আইসিপিতে ভারত থেকে আগত একজন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীকে তল্লাশি করে তার সাথে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতরে অভিনব কায়দায় লুকানো প্রায় ০১ কোটি টাকা মূল্যের ৯০ হাজার ইউএস ডলার, ভারতীয় ১,৬১০ রুপি এবং বাংলাদেশী নগদ ৩২,৪৮০ টাকাসহ উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.